My উ’Tube

https://www.youtube.com/theWheelerInQuest

লেখায় বর্ণনায় যে একটা নিজস্ব জায়গা আছে তা অনস্বীকার্য। কিন্তু সময়ের সাথে অডিও-ভিসুয়াল বর্ণনাও যে তার নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে তা অস্বীকার করা যায় না। বং ট্রাভেলারের অডিও-ভিসুয়াল চেষ্টার কিছু মাত্র উল্লেখ রইল এখানে।

Amphan, the Super Cyclone

নিজেদের ছোট্ট ঘরে বন্দী থেকে বাইরে প্রকৃতির রোষ দেখা ছাড়া আমাদের আর করণীয় কিছু ছিল না। এই ভিডিওতে সেই সমস্ত ছোট ছোট মুহূর্তের সাক্ষ্য রইল।


বুদ্ধ গয়া

উত্তর-পূর্ব বিহারে অবস্থিত বুদ্ধ গয়া, বিশ্বের অন্যতম কিছু বৌদ্ধিক তীর্থস্থানগুলির মধ্যে একটি। প্রাচীন মহাবোধি মন্দির এবং তার অংশজ মহাবোধি বৃক্ষ যার নীচে ভগবান বুদ্ধের বোধি প্রাপ্তি।


Chennai Return

দু’সপ্তাহের ছুটি, যাত্রী তিন জন – আমি, স্ত্রী এবং আমাদের বছর চারের পুত্র সন্তান। নানান মতামত এবং সময় ও সুযোগের ভিত্তিতে ঠিক হল চেন্নাই পর্য্যন্ত যাবার রাউন্ড ট্রিপ প্ল্যান – কোলকাতা to চেন্নাই to কোলকাতা। চারটে বড় রাজ্য, মাঝখানে ছোটবড় অগুনতি শহর, ১৪ টা দিন এবং ৩৬০০ কি.মি. বেশী ড্রাইভিং।


মিলিত হন বংTraveler’র সাথে


%d bloggers like this: