Month: November 2017

লুকানো রত্‌ন

যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রত্‌ন। ছাই হয়ত ওড়ানোর প্রয়োজন নেই, তবে মানুষের ভিড় ঠেলা লোকালিটির বাইরে রত্‌ন বটেই। বেড়ে ওঠা হাঁসফাঁস করা শহরগুলোর বাইরে একটু একান্ত এবং স্বতন্ত্র জায়গা খুঁজে পাওয়া যেন আমাদের সকলেরই কাম্য। কে না চায় কোন একটা অজানা অথবা কম-জানা জায়গাকে খুঁজে পেতে, তার রঙ রূপ গন্ধ, সেখানের ব্যাঞ্জন, মানুষ এবং কালচার – এগুলোকে উঠিয়ে নিয়ে আসতে নিজেদের স্মৃতির পাতায়। কিন্তু এরম লোকানো রত্‌ন খোঁজবার হলেই আমরা একটু কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়ি, কোনদিকে খোঁজা কিভাবে খোঁজা এসব নিয়ে একটু দিশেহার অবস্থা এসে যায়; আর এর পরে সেফ্‌টি, সম্ভাব্যতা এগুলোও আছে। তবে (ছাইয়ের নিচে) রত্‌ন খোঁজার ব্যাপার এলে ভারতের ব্যাপ্তি নিয়ে কোন প্রশ্ন ওঠে না। এর বিশালতার মধ্যে যতই হারানো যায় ততই প্রতিক্ষনে কিছু নতুন জানার এবং দেখবার সুযোগ পাওয়া যায়। এখানে সেরমই কিছু রত্‌নের হদিস রইল। ভাসমান চার্চ (কর্ণাটক) পুরাতন ধবংসাবশেষের মধ্যে অনেকেরই একটা অগম্য টান থাকে। যত পুরাতন এবং দুর্গম হয় তা, ততই যেন আকর্ষনের বিষয় হয়ে ওঠে। আমাদের এই পরিত্যক্ত গথিক স্টাইলের চার্চ যা বেঙ্গালুরুর কিছুটা বাইরে অবস্থিত, সেখানে পৌঁছতে কিছুটা হাড়গোড় নাড়িয়েই পৌঁছতে হবে। …