ইদানীংকালে পেপারবোট শুধু নিজেদের একটা স্বতন্ত্র জায়গাই তৈরী করেনি, নিজেদের সচিত্র পরিভাষায় আমাদের মনকেও ছুঁয়ে গেছে, নিয়ে গেছে আমাদের ছোটবেলাকার সেই সব দিনগুলোতে যা আমাদের আবার নতুন করে ভাবতে শেখায়, উল্টে দেখায় স্বৃতির পাতাগুলোকে।
পেপারবোটের নতুন ফিল্ম শ্রদ্ধাস্বরূপ সেই সবথেকে পুরাতন, বৃহত্তর এবং ম্যাজেস্টিক ইন্সটিটিউশনের প্রতি, যা প্রথম আমাদেরকে শেখায় ভ্রমনের মজা জার্নিতে, আর গন্তব্য যেখানে গৌন।
এরসাথে কিছু আরো ছবি যা আপনাকে নিয়ে যাবেই ফেলে আসা সে দিনগুলিতে।
Wow… lovely
LikeLike