Month: April 2017

বন্ধুরা, আমি শান্তনু কাঁড়ার, এই ট্রাভেল ব্লগের “বং”। পেশায় আমি একজন সফটওয়ার প্রফেশনাল, উৎসাহী ফোটোগ্রাফার ইচ্ছাতে, আর একজন ট্রাভেলার অন্তর থেকে। এমনিতে আমার না আছে কোন অভিজ্ঞতা ব্লগ লেখার না দক্ষতা গল্প বলবার। কিন্ত রাস্তার এমন অনেক অভিজ্ঞতা থেকে যায় যা ভুলতে মন চায় না আবার কাউকে বলে যেতেও ইচ্ছা করে। আমার কলম ধরে নেওয়া সেই কারনেই। আর যেহেতু অনভিজ্ঞ, ভুল ক্ষমা প্রার্থনীয়। যেরম বলে লোকেরা, নক্ষত্রেরা ভুল করে না, আমরা করি। আপনাদের প্রস্তাব ও পরামর্শের অপেক্ষা রইল। আমি আশা রাখব আমার এই সব অভিজ্ঞতা যা আমার পাথেয়, আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন! আমার সাথে যোগাযোগের জন্যে আমাকে মেইল করতে পারেন এখানে। অথবা আমার ফেসবুক পেজ!